ডেস্ক রিপোর্ট:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব খাইরুল আলম প্রিন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষিবিদ তৌহিদুল আলম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ তার মৃত্যুতে এক শোকবার্তা প্রকাশ করেছে । শোকবার্তায় জানানো হয়, কৃষিবিদ তৌফিকুল আলম নোটিশ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।
Leave a Reply