মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার চৈনপুর গ্রামের ছাত্রদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য নিয়ে গঠিত সংগঠন চৈনপুর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২৭ জুলাই (সোমবার) বিকেলে গ্রামে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২০-২০২১ সালের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফকে সভাপতি ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শরিফ আহমেদ হিমুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে আরো আছেন, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বিজয়, প্রচার সম্পাদক শফিউল্লাহ সুমন, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, শিক্ষা সম্পাদক আলি আমিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. শাহজালাল, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান দুর্জয়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হানযালা মাহমুদ, এবং ধর্ম বিষয়ক সম্পাদক হাঃ গোলাম মহিউদ্দিন।
একটি শিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য নিয়ে এই কমিটি গঠনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনটি।
সংগঠনের নতুন কমিটির সদস্যবৃন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনের কাজে গ্রামের সকল মানুষ আমাদের সহযোগিতা করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এসময় তারা সবার সহযোগিতা কামনা করেন
Leave a Reply